মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মুজিব বর্ষের অঙ্গীকার পূরনের লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
রবিবার বিকেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিলের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাদিরা আফরিন, পৌর কাউন্সিলর আহাদ মিয়া রাসেল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোকসেদ হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিন। শেষে বিদ্যালয়ের ছাদ বাগান ও শিশুদের বিনোদনস্থল পরিদর্শন করেন অতিথিরা।
Leave a Reply