মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ দূরে গিয়ে সিগারেট খেতে বলায় বরিশালের মুলাদীতে মুক্তিযোদ্ধার নাতি মামুন খানকে চুবিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের নলীকান্দি গ্রামের কাঞ্চন হাওলাদারের পুত্র মোশারফ হাওলাদার ও তার লোকজন এ হত্যার চেষ্টা চালায়। মামুন খান উপজেলা কাজিরচর ইউনিয়নের দুলাল খানের পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহমান খানের নাতি।
দুলাল খান জানান, কঠোর বিধিনিষেধ জারির আগে তার দোকানের পাশে মোশারফ হাওলাদারের পুত্র সুমন তার বন্ধুদের নিয়ে সিগারেট খায়। ওই সময় মামুন খান তাদের দূরে গিয়ে সিগারেট খেতে বলেন। এতে সুমন হাওলাদার ও তার বন্ধুরা ক্ষিপ্ত হন। মামুন খান রোববার কোলানিয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা দেখে বাড়ি ফিরছিলেন।
বেলা দেড়টার দিকে নলীকান্দি মোশারফ হাওলাদারের বাড়ির সামনে আসলে সুমন, তার মা ও ভাই ইমনসহ ৪-৫ জন পথরোধ করে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে মামুন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে খালে নামিয়ে চুবিয়ে হত্যার চেষ্টা চালায়।
মামুনের ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, মুক্তিযোদ্ধার নাতিকে মারধর ও হত্যাচেষ্টার বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply