শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ মহামারী দূর্জোগে বরিশালে হলুদ অটো চালকদের দুর্ভোগ আরো বেড়েছে।সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ব্যপক হাড়ে ছড়িয়ে পরায় বাংলাদেশেও এর আওতায় চলে আসে। আর এতে করে আচমকাই বরিশাল নগরীতে চলাচলকারী ব্যাটারীচালীত হলুদ অটো চালকদের যাত্রী বহন আশংকা জনকহাড়ে কমে যায়।মানুষ ঘর থেকে কম বের হবার কারনে এমন ঘটছে।আর এতে করেই বিনা মেঘে বর্জ পাতের মত তাদের প্রতিদিনের আয়ের উপরে প্রভাব পরতে শুরু করেছে। প্রতিদিন যেখানে তাদের আয় হতো প্রায় হাজার টাকার কাছাকাছি।
সেখানে বর্তমানে তাদের আয় এসে দাড়িয়েছে ৪থেকে ৫শত টাকার মত।এতে করে তাদের প্রতিদিনের গাড়ী ভাড়া বাবদ মালিকদের জমা ৬শত টাকা কোনক্রমেই দেয়া সম্ভব হচ্ছেনা। তবে মালিক পক্ষ এ ধরনের কোন অযুহাত মানতে নারাজ।তারা আগের ন্যয় জোর পূর্বক ভাড়া আদায় করছে বলে একাধিক অভিযোগ করে অটো শ্রমিকরা।
এদিকে নগরীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সকল সড়কগুলোতে হলুদ অটো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলে এমনিতেই তাদের আয় অনেকাংশেই কমে গেছে।এর মধ্যে এ মহামারী পরিস্থিতিতেও দিনমজুর অটো শ্রমিকদের কাছ থেকে জোর পূর্বক অটো মালিকরা প্রতিদিন আগের ভাড়াই আদায় করছে। অটো শ্রমিক নেতারা বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছে বিনীত ভাবে অনুরোধ করে তাদের কাছ থেকে এ মহামারী পরিস্থিতির সময়কালে ৩/৪ শত টাকা করে দৈনিক গাড়ী ভাড়া করার দাবী জানায়।
Leave a Reply