বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের জাদমারি কামিয়া মাদ্রাসা থেকে মো. আসাদুল নামে এক ৯ বছরের শিশু নিখোঁজ হয়েছে। পরিবারের সদস্যরা তার সন্ধান চেয়েছেন। গত ছয়দিন আগে মাদ্রাসা থেকে বেরিয়ে আর বাসায় ফেরেনি আসাদুল। খবর পেয়ে মাদ্রাসায় যায় তার বাবা। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সে কিছু খাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। আসাদুলের বাড়ি বরিশালের চাদমারিতে। তার বাবার নাম রাসেল হাওলাদার। সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ইতোমধ্যে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। তবে তার খোঁজ মেলেনি।
রাসেল হাওলাদার জানান, আসাদুল নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছেন তিনি। তবে তার সন্ধান পাননি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি। যদিও কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৫২৯২৩১৬৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেন তিনি।
Leave a Reply