শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া পয়সাবন্দর এলাকায় মাদক ব্যাবসায় বাধা দেওয়ায় রোববার রাতে মাদক ব্যাবসায়ির হামলায় আহত হয়েছে ১ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা বন্দর এলকা পয়সা গ্রামের ছালাম বেপারী দীর্ঘ দিন মাদক ব্যাবসা করে আসছে। ওই মাদক ব্যাবসায় বাধা দেওয়ায় একই এলাকার আবদুর রাজ্জাক শেখের পুত্র নয়ন শেখ (২০)। মাদক ব্যাবসায় বাধা দেওয়ায় রোববার সন্ধ্যারাতে মাদক ব্যাবসায়ী ছালাম বেপারী ও তার পুত্র মনির বেপারী অর্তকিত হামলা চালায় নয়ন শেখের উপরে।
এসয় নয়ন আহত হলে স্থানীয়রা আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আহতের পরিবার থেকে আগৈলঝাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগ পেলে আইন আনুক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply