বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিণা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা সরিষা-৯ এর সম্প্রসারণের লক্ষ্যে ব্যাপক আয়োজনে মাঠ দিবস পালিত হয়েছে। ৬ মার্চ শুক্রবার বেলা ১১টায় উপজেলার বামরাইলে রহমতপুর উপজেলার বিনা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মোঃ বাবুল আকতার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন গবেষণা অনু-বিভাগ কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন ময়মনসিংহ জেলার উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা এর সি,এস,ও ড. মোঃ আব্দুল মালেক, রহমতপুর উপজেলার আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের সি,এস,ও ড. মুহাম্মদ সামসুল আলম, উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার প্রমুখ। প্রধান অতিথি কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্য বিষয়ের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
Leave a Reply