সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় সোমবার দুপুরে ভোক্তা অধিকার আইনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোঃ সোয়াইব মিয়া।
উপজেলার সাবেহের হাটের দিলীপ হালদারের মাধুরী কসমেটিক্স দোকানে নকল মালামাল বিক্রি করায় ১ হাজার ৫ শত টাকা, পঁচা দধি বিক্রি করায় সাধন গাইনকে ৫ হাজার টাকা, ঔষধের দাম বেশী নেওয়ায় সঞ্জয় বাড়ৈকে ১২ হাজার টাকা ও বিধান চৌধুরীর মিষ্টির দোকানে হাইড্রোজ ব্যবহার করায় ৫ হাজার টাকাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।
Leave a Reply