শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে সরদার বাড়িতে নির্মাণাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় মজিবুল রহমান (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মজিবুল কুষ্টিয়ার ভেড়ামারার আসাদুজ্জামানের পুত্র।
ওই টাওয়ারে কর্মরত ফোরম্যান মহিবুল জানান, করোনা আতংকের কারণে তারা কেউই কাজ করতে চাননি। কিন্তু কোম্পানির লোকজন তাদেরকে বেতন না দেয়ার হুমকি দিয়ে জোর করে কাজ করান। শনিবার মজিবুল কাজ না করে বাড়ি যাওয়ার জন্য মাত্র ১ হাজার টাকা চেয়েছিলেন। কিন্তু তাকে টাকা না দেয়ায় মন খারাপ করে ফের কাজ শুরু করেন। এক পর্যায়ে অসতর্ক মুহূর্তে টাওয়ারের প্রায় ১০০ ফুট উপর থেকে মজিবুল নিচে পড়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই মজিবুলের মৃত্যু হয়েছে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে কাউনিয়া থানার ওসি মো. আজিমুল করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
Leave a Reply