বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামে এক কিশোরীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত ধর্ষক মাসুদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
আগৈলঝাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে গত রবিবার রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। মাসুদ একই গ্রামের মৃত মুসা মোল্লার ছেলে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
Leave a Reply