শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে একটি ঘেরের শত শত মাছ। উপজেলার সাতলা গ্রামে শনিবার প্রত্যুষে ঘেরটিতে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে শত শত মাছ মরে ভেসে উঠেছে।
ঘের মালিক ইদ্রিস মিয়ার দাবি, এতে তার ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একই এলাকার প্রভাবশালী আনোয়ার মিয়া ও তার সহযোগীরা ঘেরে বিষ প্রয়োগ করেছে। এ ঘটনায় আনোয়ার মিয়া ও তার স্ত্রী মাসুদা বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন ইদ্রিস মিয়া।
তিনি মামলায় অভিযোগ করেন, আনোয়ার মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তাদের বাড়ির সামনে ৫ বিঘা জমিতে মাছের ঘের করেছেন ইদ্রিস মিয়া। তিনি শনিবার ভোর ৫টার দিকে দেখতে পান আনোয়ার মিয়া ও তার স্ত্রী মাসুদা বেগমসহ অজ্ঞাত ৩/৪ জন বিষ প্রয়োগ করছেন। এসময় তিনি ডাক চিৎকার দিলে অভিযুক্তরা পালিয়ে যান। ঘন্টাখানেকের মধ্যে ঘেরের মাছগুলো মরে ভেসে ওঠতে থাকে।
আনোয়ার মিয়ার মুঠোফোন বন্ধ থাকার তার বিরুদ্ধে ইদ্রিস মিয়ার অভিযোগের বিষয়ে কিছু জানা যায়নি।
উজিরপুর থানার অফিসার মো. জিয়াউল আহসান জানান, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply