শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধি ॥ বরিশালে ইয়াবা কারবারের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিসিসি ২৯নং ওয়ার্ডের লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকায় আল-আমিন জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম মো. ফারদিন মিয়া (২৩)। তিনি বরিশালের আলেকান্দা এলাকার হযরত কালু শাহ সড়কের বাসিন্দা।
বিএমপি গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) সগির হোসেন এর নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম এ অভিযানে অংশ নেয়। অভিযানে এসআই রাকিব হোসাইন, এএসআই কবির হোসেনসহ কনস্টেবল রুহুল আমিন, সাইফুল ইসলাম, আকিদুর রহমান, সোহেল রানা ও মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
অভিযানে ফারদিনের হেফাজত থেকে ৩১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদক চক্র যত শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।
Leave a Reply