বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৭জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পৃথক এ অভিযানে ১৩শ পিচ ইয়াবা, ৬ কেজি গাঁজা এবং ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিএমপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ জুলাই রাত ২:১০ টায় কাউনিয়া থানাধীন বিসিসি ৭নং ওয়ার্ডস্থ ব্রাঞ্চরোডস্থ তৃতীয় পুকুর কসাই কালাম এর বাড়ীর ভাড়াটিয়া রাসেল হাওলাদারের ভাড়াটিয়া বসত ঘরে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ রাসেল হাওলাদার (২৫)কে ৭৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। রাসেল হাওলাদার বাকেরগঞ্জের রঙ্গশ্রী এলাকার মোঃ কামাল হাওলাদারের ছেলে। রাসেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে বিএমপি বন্দর থানার অভিযানিক টিম-২ গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই রাত ১০:৫০ টায় ৭নং চরকাউয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ চরআইচা আনন্দ বাজারের আবু মোল্লার বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ রাহাত হাওলাদার (২২)কে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। রাহাত ওই এলাকার মোঃ এনায়েত হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই দুপুর ২ টায় বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাংলালিংক টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ সাব্বির হাওলাদার (২১)কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সাব্বির হাওলাদার ওই এলাকার মোঃ রফিক হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই সাড়ে ৬টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৩নং ওয়ার্ডের হাতেম আলী চৌমাথা সংলগ্ন মার্কাজ মসজিদের পশ্চিম পাশে নবগ্রাম রোডস্থ মোঃ বশির খাঁন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আবুল হাসান ওরফে পলাশ হাসান (৪১)কে ২০ (বিশ) বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। মোঃ আবুল হাসান ওরফে পলাশ হাসান যশোরের মৃতঃ আমির হোসেনের ছেলে। সে নগরীর ৫নং ওয়ার্ডের ফজলু কবিরাজ এর ভাড়াটিয়া। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাত সাড়ে ১২টায় বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আল-আমীন মল্লিক (৩৫)কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মোঃ আল-আমীন মল্লিক নগরীর ২৪নং ওয়ার্ডের মোঃ কাঞ্চন মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই বিকাল সাড়ে ৩টায় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ২৩নং ওয়ার্ডস্থ থানাকাউন্সিলের দক্ষিণ পাড় ইসলাম পাড়া মোঃ শহিদুল ইসলাম খানের ভাড়াটিয়া মোঃ সুজন হাওলাদার প্রকাশ অপু হাওলাদারের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫ (পাঁচ) কেজি গাঁজা ও ৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল সহ মোঃ সুজন হাওলাদার প্রকাশ অপু হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মোসাঃ কলি বেগম (৩০) আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply