বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধি॥ বরিশালে বিকাশ কাস্টমার সেন্টারে স্বাস্হ্যবিধি মানছেন না কোন গ্রাহক।বরিশাল নগরীর গুরুত্বপুর্ন স্হান বটতলা আর সেখানে রয়েছে বাজার,মসজিদ,ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান।বটতলা মসজিদের বিপরীত পাশে বনফুল শাখার ২য় তলায় বিকাশ কাস্টমার সার্ভিসের অবস্হান।
বরিশালে বিভিন্ন স্হান থেকে গ্রাহক সেবা নিতে অত্র প্রতিষ্ঠানে আসেন বিভিন্ন পেশার মানুষ। গ্রাহক সেবা নিতে এসে কেউ সামাজিক দূরত্ব কিংবা স্বাস্হ্যবিধি কোনটাই মানছেন না কেউ। এ সময় সরেজমিনে প্রদক্ষিন করে দেখা যায়, বিশাল জনসাধারনের লাইন।অনেকের মুখেই নেই মাস্ক,একজন থেকে একজনের দূরত্ব নেই বরং একজনের শরীর অন্যের মধ্যে ঘেষা।পুরুষ এবং নারীর সাথে শিশুদেরও সাথে নিয়ে লাইনে দাড়িয়ে রয়েছে তারা।
এ ব্যাপারে কর্মরত দারোয়ান বলেন, দীর্ঘদিন কাস্টমার সার্ভিস বন্ধো থাকায় এতো জনসমাগম ঘটসে,এই মানুষদের সামাল দিতে হিমসিম খাচ্ছি। এ ব্যাপারে প্রশাসনের সহোযোগীতা ও নজরদারির করার আহবান করেন।
বিকাশ কাস্টমার সার্ভিসের জাহিদ হোসেন বলেন,আমরা নিয়ম মোতাবেক সেবা প্রদান করে যাচ্ছি, যদিও পূর্বের সার্ভিসের চেয়ে বর্তমানে গ্রাহকদের চাপ অধিক তারপরও তাদের সহোযোগীতা পেলে স্বাস্হ্যবিধি মেনে সেবা প্রদান করা সহজ হবে।কিন্ত আপনারা দেখছেন বর্তমানে গ্রাহকরা কোন ধৈর্য্য কিংবা সামাজিক দূরত্ব কিছুই মানতে আগ্রহী নন।
বর্তমানে বরিশালে প্রতিনিয়ত করোনা আক্রান্তের রোগীর পরিমান বেড়েই চলছে এর একমাত্র কারন হলো জনসাধারনের স্বাস্হ্যবিধি তোয়াক্কা না করা।
Leave a Reply