শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ার খবরে বরিশালে আনন্দ মিছিল, সংক্ষিপ্ত সভা এবং মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রায় ঘোষণার পরপরই বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলায় বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
বরিশাল নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে আনন্দ মিছিল বের করেন। এর আগে এক সংক্ষিপ্ত সভায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, “আওয়ামী দুঃশাসনের কারণে দেশে দীর্ঘ ১৬ বছর ধরে আইনের শাসন ছিল না। বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। খুন-গুমের শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে। এটি ন্যায়বিচারের বিজয়।”
নেতারা আরও বলেন, “জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই খালাস জনগণের ন্যায্য অধিকারের পুনঃপ্রতিষ্ঠার দিকনির্দেশনা।”
আনন্দ মিছিলে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম শহিদুল্লাহ, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন, জেলা বিএনপির সদস্য আফম আজিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন।
অন্যদিকে, আগৈলঝাড়া উপজেলাতেও একইভাবে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন শিকদার, আবুল হোসেন লান্টু, যুবদল নেতা হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জুয়েলসহ অনেকে।
এছাড়া বরিশাল নগরের মৎস্যজীবী দলের নেতাকর্মীরাও দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের করেন।
নেতাকর্মীরা এ রায়কে বিএনপির নৈতিক বিজয় হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
Leave a Reply