বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে বাস চাপায় এক যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে । বরিশাল কেন্দ্রীয় বাস টারমিনালের ভিতরে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার,(১৯ মার্চ) দুপুর ২:৩০ মিনিটের সময় কেন্দ্রীয় বাস টারমিনালে নাচ পরিবহন ( কুষ্টিয়া-ব ১১-০০৫৫) থেকে মালামাল রিকশায় উঠাতে গেলে বিপরীত দিক থেকে আসা চাকলাদার (ঢাকা মেট্রো-ব ১৫-২৯৯) পরিবহন স্বজোড়ে ধাক্কা দিলে রিকশায় বসে থাকা যাত্রী চাপা পরে যায় এসময় একজন আহত হয়েছেন।
ঘটনা স্থান থেকে শ্রমিকরা দ্রুত বরিশাল শেবাচিমে ভর্তি করেন। পরে শ্রমিকরা ক্ষুদ্দ হয়ে চাকলাদার পরিবহন কাউন্টারে একটি তালা ঝুলিয়ে দেন। ঘটনা স্থান পরিদর্শন করেন এয়ারপোর্ট থানা পুলিশের এ এস আই আবু সালেহ পরে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যাত্রীর নাম ঠিকানা পাওয়া যায়নি।যাত্রী নিহত সত্যত্যা নিশ্চিশ করেছেন আহত ব্যাক্তি মোঃ ছোট হাওলাদার তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন । ছোট হাওলাদার বলেন, মৃত ব্যাক্তির ভাইসহ সকলে মেডিকেল আসছেন।
রিকশা চালক সেলিম বলেন, যাত্রী কাউনিয়া এলাকায় মালামাল নেয়ার জন্য কেন্দ্রীয় বাস টারমিনালের ভিতরে যায়। এরপর একপাশে রিকশা থামানো হয়। অপরদিকে ওই যাত্রী রিকশায় বসে এক শ্রমিককে মালামাল উঠাতে বলেন। হঠাৎ করে নাচ পরিবহন ও চাকলাদার পরিবহনের মাঝে রিকশাসহ চাপা পরে যায় যাত্রী।
Leave a Reply