মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
বানারীপাড়া সংবাদদাতা॥ জেলার বানারীপাড়া উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় আব্দুর রাজ্জাক নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সে (রাজ্জাক) উপজেলার মলুহার গ্রামের বাসিন্দা এবং পেশায় লেগুনা চালক। আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃততে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী গত মঙ্গলবার সন্ধ্যায় নানার বাড়ি থেকে নাজিরপুর উপজেলার নিজ বাড়িতে ফিরছিলো। এসময় তালুকদার মুল্লুক খেয়াঘাটে যাওয়ার জন্য সে (কিশোরী) রাজ্জাকের লেগুনায় উঠে। রাজ্জাক কিশোরীকে খেয়াঘাটে না নিয়ে জনতারহাট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে রাত ১০টার দিকে তাকে খেয়াঘাটে পৌঁছে দেওয়ার জন্য অপর একটি লেগুনায় উঠিয়ে দেয়।
ওই লেগুনার চালক মাসুম ও হেলপার রমজান ঘাটে কোনো খেয়া না পেয়ে কিশোরীকে খেয়াঘাট সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে পুনরায় রাতভোর ধর্ষণ করে। সকালে তাকে ওই ঘরে রেখেই লেগুনা চালক ও হেলপার পালিয়ে যায়। পরে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়।
ধর্ষিতা কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে ধর্ষক রাজ্জাককে ইলুহারের জনতার হাট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। বানারীপাড়া থানার ওসি মোঃ খলিলুর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদি হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply