বরিশালে বাজারের দোকান ঘর ভেঙ্গে খালে ফেলে দিয়েছে দুবৃত্তরা Latest Update News of Bangladesh

বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




বরিশালে বাজারের দোকান ঘর ভেঙ্গে খালে ফেলে দিয়েছে দুবৃত্তরা

বরিশালে বাজারের দোকান ঘর ভেঙ্গে খালে ফেলে দিয়েছে দুবৃত্তরা




থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় আস্কর কালীবাড়ি বাজারের সরকারী বন্ধবাস্ত নিয়ে দোকান ঘড় তৈরি করার পর রাতের আধারে ভেঙ্গে দিয়েছে দুবৃত্তরা। বন্ধবাস্ত কারিরা আইনি সহায়তা চেয়ে পায়নি ক্ষতিগ্রহস্তরা। ঘটনাস্থাল পরিদর্শন করেছে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর কালীবাড়ি সরকারী ৬৮শতক সম্পত্তির উপর বাজার বসায় স্থানীয়রা। রাস্তার পাশ ও সরকারী জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে প্রতিদিন বাজার বসে ও সপ্তাহে দু’দিন হাট বসে। স্থানীয় হরেন ওঝাঁ ও ভদ্রকান্ত বাজার বৃদ্ধির কারনে বরিশাল জেলা প্রশাসক এর নামে ১৯ শতক পানি ডোবা লিখিত খাবে দান করে।

২০১১সালে বাগধা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারী অর্থায়নে ১০২ নং কালী বাড়ী মৌজার (কালীবাড়ী হাট) ১ নং খাস খতিয়ানের ৩৭১৮/১৫ নং দাগের ২০ বর্গ মিটার জায়গা ডোবাটি ভরাট করেন।

ওই জায়গা ২০১৮ সালে স্থানীয় ৯ জন ব্যবসায়িদের মধ্যে চাঁন্দিনা ভিটির বন্দবাস্ত দেয় আগৈলঝাড়া সহকারি কমিশনার ভূমি। ২০১৯ সালে পূর্ণরায় তারা ইজারা নেন। ওই জায়গায় বৃহস্পতিবার ২১ফেব্রুয়ারী দোকান ঘর মেরামত করতে যায় বন্ধবাস্ত নেয়া চক্রিবাড়ি গ্রামের রুস্তুম আকন, আবিদ আল হাসান, বাদশা আকন, জান্নাত আকন, মাহাবুব হাওলাদার, সাইফুল ইসলাম হাওলাদার, শহিদুল ইসলাম রনি, বাবুল হাওলাদার, শহিদুল হাওলাদার। ওই ঘর রাতের আধারে কতিপয় দুস্কৃতিকারীরা ভেঙ্গে খালে ফেলে দেয়।

এঘটনায় আগৈলঝাড়া সহকারী কমিশনার ভূমি ফাতিমা আজরিন তন্বি ঘটনাস্থাল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, উক্তব্যাক্তিরা চান্দিনা ভিটি’র অনুমোদন নিয়েছে ১০২ নং কালী বাড়ী মৌজার (কালীবাড়ী হাট) ১ নং খাস খতিয়ানের ৩৭১৮/১৫ নং দাগে। আমি অভিযোগ পেয়েছি ৩৭১৭ নং দাগে দোকান ঘড় তুলছে। আশি ঘটনা স্থালে গিয়ে তার কোন সত্যতা পাইনি। কেউ দখল করতে আসলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD