রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জে বিয়ে বাড়িতে দিন-দুপুরে হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উত্তর উলানিয়া ইউনিয়নের মেম্বার আব্দুর রব ঢালীর বড় ভাই আব্দুস ছাত্তার ঢালী ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান।
আব্দুর রব ঢালী জানান, বাড়িতে তার নাতনি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল। এর আগেই ৫০-৬০ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ঘরগুলোতে ভাঙচুর এবং যাকে সামনে পায় তার ওপরই হামলা চালায়।
তিনি আরো জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে সিদ্দিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত সাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পিডবোটে বরিশালে নেয়া হচ্ছিল। পথেই সাত্তার ঢালীর মৃত্যু হয়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিয়ে বাড়িতে হামলায় দুইজন নিহত হয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
Leave a Reply