সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টিতে যাত্রীবাহী পরিহন ও কাভার্ডভ্যানের সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। সে ওই কাভার্ডভ্যানের হেলপার ছিলো।
আজ সোমবার (১১ মার্চ) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলাধীন রামপট্টি এলাকায় এ দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছে। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাইফুল ইসলাম নড়াইল জেলার বাসিন্দা বলে জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপপরিদর্শক অরবিন্দ বিশ্বাস।
তিনি জানান, সুগন্ধা পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালে আসার পথে বাবুগঞ্জের রামপট্টিতে যাত্রী নামাচ্ছিলো। এসময় পেছন থেকে আসা কাভার্ডভ্যানটি বাসটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের হেলপার সাইফুল ও বাসের কয়েকজন যাত্রী আহত হন।
তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় সুগন্ধা পরিবহন কোম্পানির ওই বাস ও কাওয়ার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর দুই যানের চালক পালিয়ে যাওয়ায় তাদের খুঁজে পাওয়া যায়নি।
Leave a Reply