সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশাল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের অনুসারীরা হামলা চালিয়ে নৌকার মনোনীত প্রার্থী ডা. শাম্মী আহমেদের সমর্থক কৃষক লীগ নেতা ইউসুফ আলীসহ ৪ জনকে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের বানঘাটা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কাজিরহাট থানা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক ইউসুফ আলী (২৯), বিদ্যানন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠিক সম্পাদক মোঃ সবুজ (৪০), ইউনিয়ন ছাত্রলীগ কর্মী হৃদয় (২৬), মিরপুর কলেজ ট্রমা বিভাগের সভাপতি সিহাব আহমেদ আকাশ। এরা সকলেই বরিশাল ৪ আসনে নৌকার মনোনীত প্রার্থী ডা. শাম্মী আহমেদের সমর্থক বলে জানা গেছে।
জানা গেছে- বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে কাজিরহাট থানাধীন বিদ্যানন্দপুর ইউনিয়নের বানঘাটা বাজারে আড্ডা দিচ্ছিলেন কাজিরহাট থানা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক ইউসুফ আলীসহ বেশ কয়েকজন। এ সময় পঙ্কজ দেবনাথের অনুসারী বিদ্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহে আলম মীরের নেতৃত্বে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ, বজলু মাতুব্বর, বাবুল বেপারি, সোহাগ বেপারি, লুৎফর তালুকদার, আলতাফ হোসেন বেপারি, নাইমসহ ২০/ ২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।
এ সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে ইউসুফ আলীসহ ৪জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেন। এদিকে কৃষক লীগ নেতা ইউসুফ আলীর অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খরব পেয়ে ইউসুফকে হাসপাতালে দেখতে ছুটে যান মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহাম্মেদ ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সৈয়দ মনির, কাজিরহাট থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রন জাকারিয়া।
আহত ইউসুফ আলী বলেন-দ্বাদশ সংসদ নির্বাচনে ডা. শাম্মী আহমেদ নৌকার মনোনয়ন পেয়েছেন। তাই আমরা তার পক্ষে মিছিল-মিটিং করি। সেকারনেই পঙ্কজ দেবনাথের অনুসারীরা আমাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি এর বিচার চাই।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।
Leave a Reply