শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা নৌ পুলিশ মা ইলিশ রক্ষা অভিযানে তৃতীয় হামলার শিকার হয়েছে জেলেদের দ্বারা। হিজলা গৌরব্দী ইউনিয়নর অন্তরবাম এলাকার নৌ পুলিশের ভাসমান ইউনিট ২ এর ওপর ২৭ অক্টোবর মঙ্গলবার মধ্য রাতে হামলা চালায় সংঘবদ্ধ জেলেরা। এতে ওই ইউনিটের দায়িত্বে থাকা মোঃ তাহের পানিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অন্য সদস্যরা। উক্ত হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে নৌ পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলো মেমানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইয়াকুব বাঘা, মুহাম্মদ আলী বাঘা ও মোঃ জহিরুল ইসলাম। ঘটনার সত্যতা স্বীকার করে হিজলা নৌ পুলিশের ইনচার্জ মোঃ বেলাল হোসেন জানান, আটক হওয়া জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য একই দিন সকালে হিজলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর নদীতে নৌ পুলিশের ভাসমান ইউনিট ১ এর ওপর হামলা করেছে জেলেরা। আত্মরক্ষার্থে ৪ রাউন্ড গুলি ছুড়তে হয়েছে নৌ পুলিশকে। এর আগে ১৫ অক্টোবর মধ্য রাতে হিজলা গৌরব্দীর এই অন্তরবাম নদীতে জেলেদের দ্বারা প্রথম হামলার শিকার হয়েছে নৌ পুলিশ।
Leave a Reply