বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
থানা প্রতিনিধি:নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ইকবালের পাঁচ কর্মী আহত হয়েছে। এলাকয় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার মশাং বাজারে এঘটনা ঘটে।
জানাগেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে স্বতন্ত্র প্রার্থী ইকবালের কর্মী সমর্থকরা গনসংযোগ শেষে উপজেলার মশাং বাজারে উপস্থিত হলে নৌকা মার্কার সমর্থক সদ্য আওয়ামীলীগে যোগদানকারী মঞ্জু খানের নেতৃত্বে হাকিম, জামাল, রনি, ইমতিয়াজসহ কয়েক জন অর্তকিতে হামলা চালায়।
এতে স্বতন্ত্র প্রার্থী ইকবালের কর্মী কবির, ওলিদ, রফিক, ফেরদৌস, শাহাদাতসহ কয়েক জনকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে আহত কর।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।
এবিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান ইকবাল জানান, নৌকা মার্কার প্রার্থী নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমি সন্দিহান।
Leave a Reply