শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধি॥ বরিশাল জেলার হিজলা উপজেলার বিএল পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে আটটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে ল্যাপটপগুলো নিয়ে যায়।
বিদ্যালয়ের নৈশপ্রহরী মাইদুল ইসলাম বলেন, রাতে কর্তব্য পালনকালে দুর্বৃত্তরা তাকে রামদা দেখিয়ে জিম্মি করে। তাকে তার রুমের মধ্যে বন্দি করে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে ল্যাবের দরজা ভেঙে আটটি ল্যাপটপ নিয়ে যায় চোরচক্র। এ সময় অনেক ডাকচিৎকার দিলেও কেউ শুনতে পায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে তার বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক তাকে চুরির খবর জানিয়েছেন। এ ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার চুরির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দিলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply