বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মেঘনা, কালাবদর, গজারিয়ার অভয়াশ্রমে মাছ ধরায় ২৩ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে দুই লাখ মিটার জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।
বুধবার (৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা, কালাবদর গজারিয়া নদীর অভয়াশ্রমে র্যাব, নৌ-পুলিশ ও মৎস্য অধদফতর একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের মধ্যে ২০ জেলের বাড়ি বরিশাল জেলায়। বাকি পাঁচজনের বাড়ি লক্ষ্মীপুরে।
মৎস্য অধিদফতরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা কার্যকরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর অভয়াশ্রমে অভিযান চালানো হয়। এ সময় অভয়াশ্রমে মাছ ধরার অভিযোগে ২৫ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় দু’জনকে ছেড়ে দেয়া হয়।
বিমল চন্দ্র দাস বলেন, জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি অভিযানে জব্দ করা দুই লাখ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
Leave a Reply