শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:বরিশালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তেব্যে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচন হবে ফ্রি এন্ড ফেয়ার। এর ব্যাতয় ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার বিকেল ৫টায় বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে সার্কিট হাউস সভা কক্ষে নির্বাচন কমিশনার আরো বলেন, বেশ কয়েকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়াতে তাদের সমর্থকদের উপস্থিতি কম। তবে সব মিলিয়ে ভোটারদের উপস্থিতি ভালোই দেখছি আমরা।
সভায় উপস্থি ছিলেন মেট্রোপলিটন পুলিশ মমিশানার মোশারফ হোসেন, বর্ডার গার্ড অব বাংলাদেশের কর্নেল আশরাফুল ইসলাম, ডিজিএফআইর কর্নেল শরিফুল ইসলাম, র্যাব-৮ এর অধিনায়ক আতিকা, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
Leave a Reply