শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
মুলাদী প্রতিনিধি॥ নিন্মমানের নির্মান সামগ্রী দিয়ে জেলার মুলাদী উপজেলার পূর্ব বানীমর্দন চরকালেখান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ করার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের শুরু থেকেই ঠিকাদার মজিবর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করেছেন।
এনিয়ে উপজেলা প্রকৌশলীর কাছে অভিযোগ দেওয়ার পর কয়েক বার কাজ বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে রহস্যজনক ভাবে ভবন নির্মাণে পূর্নরায় নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তিনিসহ এলাকাবাসী বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার মজিবর রহমান বলেন, সিডিউল অনুযায়ীই কাজ করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, ঠিকাদার নিন্মমানের ইট এনেছিলো যা পরিবর্তন করা হয়েছে। এছাড়াও ভবনটি নির্মাণের কাজ শেষপর্যায়ে রয়েছে। তারপরেও বিষয়টি খতিয়ে দেখা হবে।
Leave a Reply