শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ার গৈলায় নারায়ণগঞ্জ ফেরত দুই পোষাক শ্রমিকের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে গ্রামবাসীর বিরুদ্ধে। সোমবার দুপুরে ওই উপজেলার শিহিপাশা গ্রামে এই হামলার পর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই দুই বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়। পরে ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করে প্রশাসন।
গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, গত রবিবার নারায়নগঞ্জ থেকে নিজ গ্রামে ফেরেন ওই দুই নারী পোষাক শ্রমিক। ওই দুই নারী করোনায় আক্রান্ত হয়ে বাড়ি এসেছেন গুজব ছড়িয়ে পড়লে দুপুরে শতাধিক মানুষ বিক্ষুব্ধ হয়ে ওই দুই নারীর বাড়িতে হামলা চালায়। তারা ওই বাড়িতে ইটপাটকেল ছোড়ে এবং তাদের গালাগাল করে। পরে স্থানীয় প্রশাসন ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ওই দুই বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয় স্থানীয় প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর কথা জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন। এদিকে বরিশাল জেলায় আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। ষাটোর্ধ ওই নারীর বাড়ি জেলার গৌরনদী উপজেলায়। এ নিয়ে বরিশালে করোনায় আক্রান্ত হলেন ৩জন।
বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, সব শেষ আক্রান্ত গৌরনদী উপজেলার টরকি এলাকার সুন্দরদি গ্রামের বাসিন্দা ওই নারী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন। স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে গেলে সেখানে পরীক্ষা নিরীক্ষায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত হন। এ নিয়ে গত রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হলো। গৌরনদীর আক্রান্ত ওই রোগী (৬৫) একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও উপজেলার টর্কি বেকীনগর গ্রামের অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার স্ত্রী।
Leave a Reply