শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে এবং ব্যক্তিগত উদ্যোগে পূজার আয়োজন হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই মন্ডপে মন্ডপে ঢাকের বদ্যের সঙ্গে উলুধ্বনি ও শঙ্খধ্বনি ধর্মীয় আবহ তৈরি করে।
নগরের সরকারি ব্রজমোহন কলেজের মাঠে বিশটি অনুষদ, উচ্চ মাধ্যমিক বিভাগ, সনাতন বিদ্যার্থী সংঘ আর কেন্দ্রীয় মন্ডপ মিলিয়ে ২৩টি মন্ডপে সরস্বতী পূজা হচ্ছে।
এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, শের ই বাংলা মেডিক্যাল কলেজ, সরকারি মহিলা কলেজ, অমৃতলাল দে কলেজসহ সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হয়।
শিক্ষার্থীরা বলেন, তারা বিদ্যাদেবীর কাছে বিদ্যা ও জ্ঞানার্জনের প্রার্থনা করেছেন। পাশাপাশি মঙ্গল কামনা করেন সবার জন্য।
Leave a Reply