শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে কিশোরীকে ধর্ষণের অপরাধে তার চাচাতভাই আবু বক্কর সিদ্দিক (২৫) নামের এক ধর্ষককে যাবজ্জীবন সশ্রম করাদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেয়া শিশুকে ধর্ষক আবু বক্কর সিদ্দিকের সন্তান হিসেবে স্বীকৃতি ও শিশু সাবালক না হওয়া পর্যন্ত তার ভরন পোষণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এতে ব্যর্থ হলে আসামীর সকল সম্পদ বাজেয়াপ্ত করে তা দিয়ে সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করবে রাষ্ট্র।আজ বুধবার (২৬ জুন) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু আজাদ শামীম আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ দেন।দন্ডিত আসামী আবু বক্কর সিদ্দিক বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি গ্রামের শামসুল হক সিদ্দিকের ছেলে।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফজলুল হক ফয়েজ জানান, ২০০৫ সালের ১৩ মার্চ আবু বক্কর সিদ্দিক তার কিশোরী চাচাত বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।এ ঘটনায় কিশোরী গর্ভবতী হয়ে পড়ে।
বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় এলাকাবাসী সালিশ করে কিশোরীকে বিয়ের করতে ধর্ষক আবু বক্করকে নির্দেশ দেয়। কিন্তু সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।এই ঘটনায় কিশোরী বাদী হয়ে ২০১৬ সালের ১৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে একই বছরের ৩ ডিসেম্বর মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক শিশির কুমার পাল আদালতে চার্জশিট দাখিল করেন।সবশেষ দীর্ঘ ৩ বছর মামলাটি চলমান থাকার পর ১৬ জন স্বাক্ষির সাক্ষগ্রহণ শেষে বুধবার দুপুরে আসামী আবু বক্কর সিদ্দিককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বিচারক।
Leave a Reply