মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের ঈদ বাজারে পোষাকের নির্দিষ্ট মূল্যসহ ব্র্যান্ডের স্টিকার না থাকায় দুটি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে পোষাকের নির্ধারিত মূল্যসহ ব্র্যান্ডের স্টিকার না থাকায় নগরীর পূর্ব বগুড়া রোডের শপিং টাইম শোরুম থেকে ৭ হাজার এবং ব্লু-মুন শোরুম থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও সুমী রানী মিত্রসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
Leave a Reply