বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সঙ্গে দেশে চলছে অঘোষিত লকডাউন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর টহল চলছে রাস্তায়।
এজন্য বরিশালের রাস্তাগুলোতে যানবাহন নেই বললেই চলে। গুটিকয়েক প্রাইভেটকার ও বাইক চলছে। আর এর সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশা। খালি রাস্তা পেয়ে তারা পঙ্খিরাজ ঘোড়ার মতো উড়ছে। অটোরিকশার চালকরা বলছেন, পেটের দায়ে তারা রাস্তায় নেমেছেন। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জরুরি কাজে ব্যবহারের জন্য তারা কিছুটা ছাড় দেয়া হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে বরিশালের রুপাতলি, নথুল্লাবাদ, সদর রোড ঘুরে এ দৃশ্য দেখা গেছে। অটোরিকশা চালকরে পাশাপাশি রাস্তায় রাখা সাবান দিয়ে কয়েকজন রিকশাওয়ালাকে হাত ধুতে দেখা গেছে।
সদর রোডে অটো চালাচ্ছিলেন পটুয়াখালীর সিদ্দিক হাওলাদার। তিনি বলেন, আমরা শান্তিতে নাই। ঘরে থাকলে পেটের ক্ষুধা। রাস্তায় পুলিশ। তাই অটো নিয়া রাস্তায় বের হইছি। তবে মোড়ে গেলেই পুলিশ ধরে। কখনও আবার কিছু কয় না।
আমতলার মোড় দায়িত্বরত এক পুলিশ নাম প্রকাশ না করার শর্তে বলেন, কী আর করব। অনেকেই প্রয়োজনে বের হন। আবার অটোচালকদের বিষয়টিও দেখতে হয়। তাই অনেক সময় ছাড়া দেই।
সাগরদী রুপাতলির রোডের রাস্তায় হাত ধুচ্ছিলেন ঝালকাঠির অটোচালক সোবাহান মিয়া। তিনি বলেন, অটো চালাতে গিয়া অনেক জায়গায় যেতে হয়। টাকা ধরতে হয়। তাই হাত ধুচ্ছি।
Leave a Reply