বরিশালে ত্রান চোরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মনীষাদের বিক্ষোভ Latest Update News of Bangladesh

রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দীর্ঘ ছর পর বরিশাল পলিটেকনিকে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করলো সরকার বিএনপির দেশব্যাপী কর্মসূচি ঘোষণা, শুরু ১১ ফেব্রুয়ারি  ওয়াশিংটনে উইমেনস ফেলোশিপ নেত্রীর সঙ্গে জাইমার বৈঠক টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল ফরচুন বরিশাল এই বছরের শেষেই জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের রাজ্যসভায় আলোচনায় যা জানা গেল তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ: রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার




বরিশালে ত্রান চোরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মনীষাদের বিক্ষোভ

বরিশালে ত্রান চোরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মনীষাদের বিক্ষোভ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাজারের ঊর্দ্ধগতি নিয়ন্ত্রণ, ত্রাণ চোরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, শেবাচিম হাসপাতালে ২০০ ভেন্টিলেটর স্থাপনসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপত্তা পোষাক পরে দাবি সম্বলিত প্লাকার্ড হাতে প্রতীকি মিছিল ও সমাবেশ করে দলটির নেতা-কর্মীরা। বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের মহানগরের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।

এসময় বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, ‘‘প্রতিদিনই চাল, ডাল, তেলসহ প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহে পাইকারী বাজারে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ছয় টাকা, ডালে ১৪ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, তেল ১০ টাকা, লবণ চার টাকা। ‘প্রশাসনকে জানানোর পরও বাজার নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখা যায়নি। আবার অপর্যাপ্ত ত্রাণ প্রদানেও স্বজনপ্রীতি এবং দলীয়করণ করা হচ্ছে। অবিলম্বে করোনা দুর্যোগ মোকাবেলায় সর্বদলীয় সমন্বয় কমিটি গঠনের দাবিও জানাচ্ছি।”

সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে এই দুর্যোগ মোকাবেলার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনীকিকরণের কথা বলেছি। প্রতিদিনই করোনা রোগীদের সংখ্যা বাড়ছে। তাই বরিশালে ১০০০ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল চালু করেই এই সংকট মোকাবেলার পাশাপাশি করোনা ইউনিটে আইসিইউ এবং ২০০ ভেন্টিলেটর স্থাপন করা জরুরি।’ তিনি আরও বলেন ‘এলাকায় এলাকায় জ্বর, সর্দি ও কাশির রোগী থাকলেই বা কারোর সন্দেহ হলেই যেন টেস্ট করতে পারে। প্রতিদিন অন্তত ১০০০ টেস্টের ব্যবস্থা করা দরকার। প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবক টিম করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার।’

কর্মসূচিতে যেসব দলটি দাবি তোলে সেগুলো হলো- চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, ত্রাণ চোরদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ওয়ার্ড ভিত্তিক তালিকা করে প্রত্যেক পরিবারকে প্রয়োজন অনুযায়ি সাপ্তাহিক ত্রাণ সরবরাহ করা, বিভিন্ন সরকারি-বেসরকারি-রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহকে যুক্ত করে করোনা মোকাবেলার উদ্যোগ নেওয়া;বরিশালে ১০০০ শয্যার বিশেষায়িত করোনা হাসপাতাল চালু করা, করোনা ইউনিটে আইসিইউ চালু এবং ২০০ ভেন্টিলেটর স্থাপন, করোনা ল্যাবে প্রতিদিন অন্তত ১০০ টেস্টের ব্যবস্থা করা, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত পিপিই এবং আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা; স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, পরিচ্ছন্নতা কর্মীসহ করোনা দুর্যোগ মোকাবেলার সাথে সংশ্লিষ্ট সবার ঝুঁকিভাতা নিশ্চিত করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ বছরের সকল ফি মওকুফ করা, প্রতি মণ ১২০০ টাকা দরে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা এবং সকল কৃষি ঋণ মওকুফ করা; বকেয়া বেতনসহ সকল প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের মাসের ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা, পাড়া-মহল্লায় জীবাণুনাশক ও মশার ওষুধ স্প্রে করা এবং স্বাস্থ্যকর্মী টিম তৈরি করে ‘করোনা স্ক্রিনিং’ কার্যক্রম শুরু করা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD