মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে টিসিবি কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে মিলছে পচাঁ পিয়াজ। করোনা পরিস্থিতির শুরু থেকেই টিসিবি কর্তৃক পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমান ট্রাক সার্কেল এতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে চিনি,ডাল,তেল,পিয়াজ। পিয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত ১ মাস যাবৎ টিসিবি কর্তৃক সরকার নির্ধারিত ৩০/- টাকা মূল্যে শুধু পিয়াজ দেয়া হচ্ছে। কিন্তু ডিলারদের কাছে মিলছে অধিকাংশই পঁচা পিয়াজ।
এ ব্যাপারে ফরহাদ নামে এক ডিলার বলেন,আমাদের টিসিবির অফিস থেকে দেয়া হচ্ছে ২ টন পিয়াজ আর এই পিয়াজের মধ্যেই ভালো পঁচা মিলিয়ে দেয়া হচ্ছে এছাড়াও ক্রেতারা কিনতে চাচ্ছেনা পিয়াজ আমাদের ২ থেকে ৩ দিন বসে বিক্রি করতে হয়। কিন্তু এই সময়ের মধ্যে পিয়াজের অনেকাংশই নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের গুনতে হচ্ছে অনেক টাকা লোকসান ।
এ বিষয়ে সিয়াম ট্রেডার্স এর ডিলার বলেন, আমাদের যে পিয়াজ দেওয়া হচ্ছে বেশিরভাগ পিয়াজ পঁচে যাচ্ছে।আমারা এই পিয়াজ বিক্রি করতে পারছিনা।আর কেউ কিনছেন না,সব পিয়াজ ফেলে দিচ্ছি আর আমারা যে দামে বিক্রি করছি তার থেকে বাজার মূল্য কম।
ব্যাপারে এক ক্রেতাকে জিজ্ঞেস করা হলে সে বলে বাজারে একই পিয়াজ মিলছে ২৩/- টাকা দরে কিন্তু টিসিবিতে মিলছে ৩০ টাকা দরে আর এছাড়াও অধিকাংশ পিয়াজ পচাঁ। আর এই পঁচা পিয়াজ ক্রয় করা তো আমাদের সম্ভব না। এ বিষয়ে টিসিবি`র আঞ্চলিক প্রধান বলেন,আমরা তো ভালো পিয়াজ ডিলারদের দিচ্ছি। গাড়িতে আসতে আসতে হয়তোবা কিছু পিয়াজ পঁচে যায়। সেক্ষেত্রে ডিলাদের উচিৎ মানিয়ে নেওয়া। এখন তো বাজারে পিয়াজ আসা শুরু করেছে তাই দাম একটু কম।
Leave a Reply