সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পানি চলাচলের একমাত্র স্লুইচগেট বন্ধ করে প্রভাবশালী এক জামায়াত নেতা মাছ চাষ করায় পানির অভাবে প্রায় তিনশ’ বিঘা জমিতে চাষাবাদ করতে পারছেন না দুই শতাধিক কৃষক। এ ঘটনার প্রতিকার চেয়ে রবিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে চাষীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ২নং ওয়ার্ড আমবৌলা গ্রামের।
ভূক্তভোগী চাষীদের লিখিত অভিযোগে জানা গেছে, পয়সাহাট-বাগধা কলেজ সড়কের কলেজের উত্তর পার্শ্বের স্লুইচ গেটের মুখে বাঁধ দিয়ে বন্ধ করে ঘের বানিয়ে মাছ চাষ করে আসছেন স্থানীয় রজ্জব আলী বয়াতীর পুত্র স্থানীয় বাগধা কলেজের ইসলামি ইতিহাস বিভাগের প্রভাষক ও জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভূক্ত উপজেলা জামায়াতের প্রভাবশালী নেতা রেজাউল ফেরদৌস রুশো।
চাষীদের অভিযোগ শত বাঁধার মুখেও ওই জামায়াত নেতা ও তার সহযোগী স্থানীয় সেলিম তাজ, ফরমান খান মাছ চাষ করায় চাষীরা জমিতে পানি সেচ ও নিস্কাশন করতে পারছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস চাষীদের অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও স্থানীয় সমাজ সেবক আবুল বাশার হাওলাদারকে দায়িত্ব দিয়ে দ্রুত বাঁধ কেটে অপসারণ করতে বলা হয়েছে।
Leave a Reply