শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
একইসাথে জমজ দুই বোনের বাল্যবিয়ের অপরাধে কনের বাবা ও বরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একইসাথে বিয়ে পরানোর অভিযোগে কাজীকে খুঁজছে প্রশাসন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের। দন্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, ওই গ্রামের আমীর আলী শাহ’র জমজ কন্যা বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুনু ও রানু খানমের বিয়ের আয়োজন করে তার পরিবার। শুক্র ও শনিবার বিয়ের দিনধার্য করা হয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জেনে বিয়ে বন্ধ করতে ব্যর্থ হয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। ইউএনও বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দিলেও তা উপেক্ষা করে বরিশালের রহমতপুরের শাহ আলম সরদারের পুত্র আবুল কাশেমের সাথে শুক্রবার বড় মেয়ে রুনুর বিয়ে দেয়া হয়। শনিবার আমীর আলীর অপর মেয়ে রানুকে একই উপজেলার ফুল্লশ্রী গ্রামের মোতালেব সরদারের পুত্র রমজান সরদারের (২৪) সাথে বিয়ের আয়োজন করা হয়। ওইদিন বিকেলে খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা থানার এসআই মোশারফ হোসেনকে নিয়ে বারপাইকা গ্রামের আমীর আলীর বাড়িতে হাজির হন। এর আগে বিয়ের কাজী মরিুজ্জামান বাল্যবিয়ে পড়িয়ে পালিয়ে যায়। বিয়ে বাড়ি থেকে কনের বাবা আমীর আলী শাহ ও বর রমজানকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত বর রমজানকে সাতদিন ও কনের বাবা আমীর আলীকে ১০দিনের কারাদন্ডের রায় ঘোষণাসহ বিয়ের কাজীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্তদের রবিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply