রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নগরীতে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্নকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল। বুধবার ভোর রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। গ্রেপ্তার জোনায়েদ আল মামুন (৩০) নগরীর বেলতলা এলাকার সামসুল হকে ছেলে। সোমবার মধ্য রাতে নগরীর বরিশাল জিলা জিলা স্কুলের পিছনের গেটে ছাত্রলীগ কর্মী রেদোয়ান আহম্মেদ রাধোর (২৬) বাম হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে। সে নগরীর আমানতগঞ্জ এলাকার জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রাধো। সে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম দেওয়ানের অনুসারী।
তাকে গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া কোতয়ালী মডেল থানার এসআই সাইদুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে বুধবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই সাইদুর বলেন, গ্রেপ্তার মামুন ছাত্রলীগ কর্মী রাধোকে মারধর করে কুপিয়ে হাত কেটে ফেলার কথা স্বীকার করেছে। মামুনসহ আরো দুই জন এ কাজে জড়িত। মামলার তদন্ত ও তাদের গ্রেপ্তারের স্বার্থে নাম প্রকাশ করা যাবে না।
তিনি আরো বলেন, ২০১৮ সালে পূর্ব বিরোধের জের ধরে মামুনের সাথে রাধোর শত্রুতা হয়। রাধো জুনিয়র হলেও তাকে বিভিন্ন সময় অপদস্ত করতো। এছাড়াও প্রকাশ্যে তাকে চড় দিয়েছে। এ জন্য রাগে ক্ষোভে তার হাত কেটে নেয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রাধোর সাথে সু-সম্পর্ক গড়ে তোলে। সোমবার তাকে ফোন করে নিয়ে মারধর করে হাত কেটে ফেলেছে।
রাধো ওরফে রেদোয়ানের বাবা জয়নাল আবেদীন বুধবার সকালে জানিয়েছেন, রেদোয়ানের অবস্থা আশংকাজনক। কেটে ফেলা হাত থেকে এখনো রক্তক্ষরন হচ্ছে। তাকে রক্ত দিতে হচ্ছে।
এদিকে এ ঘটনায় জড়িত মামুনের ফাঁসির দাবিতে বিকেলে সদর রোডে মানববন্ধন করেছে স্বজনরা। বরিশালের সর্বস্তরের জনগনের ব্যানারে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রেদোয়ানের মা-বাবাসহ এলাকার সর্বস্তরের বাসিন্দারা অংশ নিয়েছে।
Leave a Reply