মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
বাবুগঞ্জ থেকে ফিরে এইচ, এম হেলাল॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গজালিয়া গ্রামে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীবের নেতৃত্বে ৭০/৮০ জন মিলে ফিল্মি স্টাইলে ফারুক হোসেন তালুকদারের বসতবাড়ীতে হামলা চালিয়ে বসতঘর ও বিভিন্ন মালামাল ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপাশা ইউনিয়নের গজালিয়া গ্রামের মৃত. জব্বার হোসেন তালুকদারের পুত্র ফারুক তালুকদার এর সম্পর্কে চাচাতো ভাই নূর মোহাম্মদ তালুকদার এর সাথে গাছ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় রবিবার (০৮ সেপ্টেম্বর) তারিখ রবিবার সন্ধার পরে নূর মোহাম্মদ তালুকদার এর মেয়ে জামাই, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব খানের নেতৃত্বে বরিশাল থেকে আসা ৭০/৮০ জন লাঠি-সোঠা নিয়ে ফিল্মি স্টাইলে ফারুক হোসেন তালুকদারের বসতবাড়ীতে হামলা চালায়।
এ সময় ঘর তালাবদ্ধ পেয়ে ঘরের তালা ভেঙ্গে মালামাল ভাংচুর করে। এবং ফারুক তালুকদার কে মারার জন্য প্রতিটি বাড়ীর প্রতিটি ঘরে তল্লাশী করেন। তাকে না পেয়ে সুকেসে থাকা স্বর্ণের গলার হাড়, স্বর্ণের আংটি, ১টি স্মার্ট ফোন ও নগদ ৪৫,০০০ টাকা হাতিয়ে নেয় সন্ত্রাসী বাহিনী।এ সময় ওই বাড়ি এবং আশপাশের বাড়ির বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পরে।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার এস আই রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার সত্যতা স্বীকার করে এস আই রাজ্জাক বলেন, বসতবাড়ীতে হামলার এ ঘটনা অত্যান্ত দুঃখ-জনক। তাৎক্ষনিকভাবে অত্র সংশিষ্ট ওয়ার্ড মেম্বার মানিক তালুকদার ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনার সত্যতা যাচাই করেন।
এ বিষয়ে মাধবাপাশা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ঘটনা আমি শুনেছি। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীবের এ ঘটনায় জড়ানো মোটেও উচিত হয়নি। এতে ছাত্রলীগের আর্দশ ক্ষুন্ন হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই ।এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ বিষয় জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেনিয়াবাত বলেন, ছাত্রলীগের কোন কর্মী এ ধরনের কর্মকান্ডের সাথে জরিত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,শুধু রাজিব নয় সংগঠনের শৃংখলা ভঙ্গ করলে কাউকে ছার দেয়া হবে না।
সকল অভিযোগ অস্বিকার করে ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খান বলেন,আমার ইমেজ নষ্ট করার জন্য কেউ হয়তো এধরনের মিথ্য রটিয়েছে। আমি এবিষয় কিছুই জানিনা।
Leave a Reply