সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগীয়) ও বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মোঃমাহাফুজুল আলম মিঠু’র উভয় পদ স্থগিত করা হয়। কেন্দ্রের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তৃণমূল ও বরিশাল জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। তারা মনে করেন বিগত দিন থেকে মিঠুর নেতৃত্বে ছাত্রদল এখন সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে বরিশাল জেলা ছাত্রদল।
দলকে পঙ্গু করার কৌশল করছে একদল দালাল। বরিশাল জেলা ছাত্রদলের অধিনে উপজেলা, পৌর,কলেজ সহ ইউনিয়ন পর্যায়ে মিঠুর জনপ্রিয়তা সব চেয়ে বেশী শতকরা ৯০ শতাংশ কর্মীসমর্থক মিঠুর অনুসারী। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
বরিশাল জেলা ছাত্রদলের দাবি বর্তমানে দলের এই ক্লান্তি সময় অক্লান্ত পরিশ্রম করে দলকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছে- ঠিক সেই সময় একটি কুচক্র মহল নানারকম আলোচন সমালোচনা করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে জানায় ছাত্রদলের নেতৃবৃন্দ।
তারা বলেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হয়েছে- তা মনগড়া ও কাল্পনিক যা- বাস্তবে কোনো ভিত্তি নেই। বরিশাল জেলা ছাত্রদলের অন্যতম নেতা আবিদ হাসান শিহাব বলেন- তার (মিঠু) পদ স্থগিত আদেশ অত্যান্ত দুঃখজনক।
কেন্দ্রীয় প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগের কথা বলা হয়েছে কিন্তু অভিযোগ প্রমাণিত কোথাও বলা বা লেখা নেই। একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে বরিশাল জেলা ছাত্রদলকে ধ্বংস করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে মিথ্যা তথ্য দিয়ে ভুল বুঝিয়েছে।
এবিষয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবগত আছেন অতি দ্রুত তার স্থগিত আদেশ প্রত্যাহার করে স্ব-পদে বহাল করবেন বলে তারা আশাবাদী।
Leave a Reply