শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল:বরিশালে জেলা ছাত্রদলের কমিটিতে পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের মধ্যে পাল্টা পাল্টি মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসানের নেতৃত্বে নগরের বটতলা এলাকায় নবগ্রাম রোডে একটি আনন্দ মিছিল বের করা হয়।মিছিলটি সৈয়দ সরকারি হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রবাসের সামনে থেকে বের হওয়া মিছিলটি দুদক কার্যালয়ের সামনের সড়ক ঘুরে অক্সফোর্ড মিশন সড়কের মুখে গিয়ে শেষ হয়।পরে সেখানে সড়ক আটকে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।এসময় তারা এই কমিটি ঘোষণা দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল আহসান মিন্টুকে অভিনন্দন জানান।
এদিকে প্রতক্ষদর্শীরা জানান,বিপুল সংখ্যক ছাত্র নেতাকর্মীদের উপস্থিতিতে মিছিলের পেছনে মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ভর্তি করে বিপুল সংখ্যক লাঠিসোটা ও ইটপাটকেল রাখা হয়েছিলো।কিন্তু এসবের বিষয়ে কোন ছাত্র নেতাই কিছু বলতে রাজি হননি।অপরদিকে বেলা ১২টার দিকে পদবঞ্চিত নেতা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না,সাইফুল ইসলাম সুজন ও নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদপ্রাপ্ত সোহেল রাঢ়ীর নেতৃত্বে নগরের সদররোডে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।ঘোষিত কমিটি বাতিলের দাবীতে মিছিলটি আগরপুর রোডের মুখ থেকে বের হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা সদ্য ঘোষিত মহানগর ও জেলা ছাত্রদলের পকেট কমিটি বাতিলের দাবী জানান।পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রনেতাদের উদ্দেশ্য করে কটুক্তিমূলক নানান স্লোগান দিতে থাকেন।
Leave a Reply