শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি:
জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার কারফা বাজারে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সলিল কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ঢালী প্রমুখ। মানববন্ধনে নিহতের বাবা মুক্তিযোদ্ধা সুকলাল হালদারসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় কারফা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ হালদার নান্টু।
Leave a Reply