মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে চুরি হওয়া ২টি গরুসহ একটি ট্রাক আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। ঘটনাটি
ঘটেছে ২নং কাশিপুর ইউনিয়নের কলসগ্রামের হাওলাদার বাড়ি।
এঘটনায় গরুর মালিক বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন ।যার নং ৪। মামলা সুত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন কলস গ্রামের জয়নাল আবেদীন হাওলাদারের ছেলে রাসেল হওলাদার (২৩), নিজ ঘরের পূর্ব পাশে গোয়াল ঘরে তিনটি গরু রেখে নিজ ঘরে ঘুমাতে য়ায়। এদিকে চোরচক্র গোয়াল ঘরে প্রবেশ করে তিনটি গুরুর দুইটি গরু নিয়ে যায়।
এসময় গুরুর ডাকাডাকির শব্দ পেয়ে রাসেল ঘর থেকে বের হয়ে রাস্তার দিকে লাইট নিয়ে দৌড়ে যান।
পরে দেখতে পান একটি ট্রাকে তার গুরু দুটি নিয়ে যাচ্ছে। রাসেল এর ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি ইছলাদি টোল এর সামনে পৌছালে ট্রাকে থাকা ৩/৪ জন দ্রুত পালিয়ে যায়।
এসময় ২ নং কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে রাসেল ফোন দেয়। পরে ইউপি চেয়ারম্যান কমাল হোসেন লিটন মোল্লা এয়ারপোর্ট থানায় খবর দিলে ঘটনা স্থানে গতকাল রাত সাড়ে তিনটার সময় থানা পুলিশ একটি ট্রাক ( ঢাকা – ঢাকা – ড-১১ -৬৯২৬) ও দুইটি গরু উদ্ধার করে।
Leave a Reply