বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশালে চুরির মামলায় চোরাই মোবাইলসহ ৩ আসামিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ১৪ জুন রাতে বরিশাল এয়ারপোর্ট থানার পূর্ব রহমতপুর এলাকার বাসিন্দা কাজী নুরুল ইসলামের ঘরের সিঁধ কেটে মোবাইল ফোন, স্বর্নালংকার এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। ১৫ জুন এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করেন নুরুল ইসলাম।
পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলো, মো. মারুফ, মো. আনোয়ার হাওলাদার, রঞ্জিত হালদার।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম জানান, চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. মারুফ চুরির অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকারিয়া রহমান জিকু, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান, ওসি এসএম জাহিদ বিন আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
Leave a Reply