শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় চাল বোঝাই ট্রাক উল্টে গিয়ে জমিতে পরেছে। চালক ও হেলপার আহত, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসা প্রদান করেছে।
প্রত্যক্ষদর্শী ও এসআই শাহনুর মিয়া জানান, যশোরের নাভারন থেকে টরকী বন্দরের উদ্যেশ্যে বুধবার ছেড়ে আসা ৪শ বস্তা চাল বোঝাই ট্রাক যশোর ট-১৪-৪০৮৮ বুধবার আগৈলঝাড়া উপজেলার বড়মগড়া এলাকা অতিক্রম কালে উল্টে জমিতে পড়ে যায়।
এসময় যশোর শারশার নিশ্চিন্তপুর এলাকার চালক হেলাল শেখ (২৪) ও হেলাপার আহত হয়।
চালক জানান, চালগুলো টরকী বন্দর এলাকার কালাচাঁদ রায়ের।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসআই জাহিদুল ইসলাম জানান, এ রিপোর্ট লেখা পর্যস্ত চাল উত্তোলনের জন্য চেষ্টা চলছে। অধিকাংশ চাল পানিতে পরে নষ্ট হয়ে গেছে।
Leave a Reply