সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ ব্যবসায়ীকে মারধর করে মাথায় গরম পানি ঢেলে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। বরিশাল জেলার গৌরনদী মডেল থানার ওসি মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বরিশাল বিসিক’র প্রতিষ্ঠিত ব্যবসায়ী আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের আবদুল মান্নান মোল্লার পুত্র আহত মনিরুজ্জামান মোল্লা জানান, গৌরনদীর কসবা এলাকায় বাদাম ও চকলেট কারখানা স্থাপন করে তিনি ব্যাবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসায়ী অংশীদার হিসেবে মনিরুজ্জামান কসবার চকলেট কারখানা পরিচালনার দায়িত্ব দেন ওই এলাকার অলিল সরদারের পুত্র রিগান সরদার ও নাসির হাওলাদারের পুত্র রিয়াদ হাওলাদারকে।
তারা দু’জনে কয়েক মাস যাবত মনিরুজ্জামান মোল্লাকে কারখানার কোন হিসেব না দেয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এনিয়ে গত ১১ মার্চ রাতে টরকী বন্দরের মসজিদ মার্কেটের হাবুল গাজীর দোকান সংলগ্ন এলাকায় বসে রিগান সরদার ও রিয়াদসহ তাদের ভাড়াটিয়া লোকজনে অতর্কিতভাবে মনিরুজ্জামানের ওপর হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে তার (মনিরুজ্জামান) মাথায় গরম পানি ঢেলে শরীর ঝলসে দিয়ে সাথে থাকা তিন লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
Leave a Reply