বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশাল নগরের জেলা শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার। তিনি বলেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এ গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র ও সাম্যের নতুন অধ্যায় সূচনা করেছে। আমরা সবাই মিলে আধুনিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে কাজ করব।”
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বরিশাল ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ, জেলা পুলিশ অতিরিক্ত সুপার আলাউল হাসান, বরিশাল সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন। সরকারি ও বেসরকারি সংস্থার বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
জেলার মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বরিশালে এই গণঅভ্যুত্থানে ৩০ জন শহীদ হয়েছেন এবং ২৬২ জন আহত হয়েছেন। সভায় ৩০ শহীদের পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত ১০২ জন ব্যক্তি উপস্থিত ছিলেন।
স্মরণসভায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেয়।
জেলা প্রশাসক বলেন, “আমাদের দায়িত্ব হলো এই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানো এবং তাঁদের পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করা। আমরা বিশ্বাস করি, সবাই মিলে এই দেশকে আরও উন্নত ও মানবিক করতে পারব।”
শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply