সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া উপজেলাল পশ্চিম সুজনকাঠী গ্রামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) সকালে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, ওই গ্রামের হাকিম শাহর কন্যা ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী পারভীন আক্তার (১৭) প্রেম ঘঠিত কারণে সোমবার সন্ধ্যায় ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পরে।
স্বজনরা প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ও তাৎক্ষনিক বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়ার পথে রাতে পারভীন মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করেছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply