রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজন হলো, সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ, উপসর্গে ধুলু সরকার (৬৫) ও মো. ইউনুস নামে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে সালমা আক্তার, সন্ধ্যায় ৬ টায় ধুলু সরকার ও রাত ৮টায় মো. ইউনুস বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
সালমা গত মঙ্গলবার, ধুলু শুক্রবার দুপুরে ও ইউনুস বৃহস্পতিবার দুপুরে এ হাসপাতালে ভর্তি হন। ওই গৃহবধূর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়, ধুলু সরকারের বাড়ি নগরীর ২৩নং ওয়ার্ডে কাউনিয়া বিসিক এলাকায় ও ইউনুসের এর বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী এলাকায়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হলে তাৎক্ষণিক তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।
রাতে পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। বৃহস্পতিবার রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং সকাল পৌনে ৮ টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ধুলু সরকারের ও ইউনুসের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। এই অবস্থায় বৃহস্পতিবার ও শুক্রবার দুপুরে ভর্তি করা হয়।
সন্ধ্যা ৬টা ও রাত ৮টায় তাদের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে পরিচালক জানান।
এদিকে বরিশাল জেলায় শুক্রবারের আগের ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৬২ জন। নতুন একজনসহ মোট মৃত্যু হয়েছে ১১ জনের। জেলায় সুস্থ হয়েছেন মোট ১২৯ জন।
Leave a Reply