বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার একটি পিসিআর মেশিন এসেছে। সোমবার সকালে মেশিনটি বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে এসে পৌঁছায়। মেশিনের যন্ত্রংশগুলো কলেজ ভবনের দ্বিতীয়তলার মাইক্রোবায়লজি বিভাগের একটি কক্ষে রাখা হয়েছে।
কলেজের প্রিন্সিপাল ডা. অসিত ভূষন দাস বলেন, করোনাভাইরাস পরীক্ষার সরঞ্জামাদি পৌঁছালেও এখন তাদের টেকনিশিয়ান সংকট রয়েছে। ইঞ্জিনিয়ার এসে মেশিন স্থাপনের পরই কাজ শুরু করা সম্ভব হবে।
ওই ভবনের একটি রুমে ল্যাবরেটরি স্থাপনের প্রস্তুতি চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Leave a Reply