রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাসদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এসময় জেলা বাসদ, বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, করোনা পরীক্ষায় এমনিতেই দীর্ঘ সূত্রিতার কারণে ফল পেতে দেরি হচ্ছে। তাছাড়া প্রয়োজনের তুলনায় নমুনা সংগ্রহ কম হওয়ায় অনেকেই পরীক্ষা করাতে সক্ষম হচ্ছেন না। এরমধ্যে করোনা পরীক্ষায় ফি নির্ধারণ করা হলে গরিব মানুষেরা করোনা পরীক্ষা থেকে বঞ্চিত হবেন।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার করোনা পরীক্ষার পরিমাণ কম করার জন্য এই ফি আরোপ করেছে। কিন্তু তারা এই ফি প্রত্যাহারের দাবি জানান।
অবিলম্বে যদি ফি প্রত্যাহার করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বরিশাল জেলা বাসদদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন।
Leave a Reply