বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য ৭৮টি মাদ্রাসার অনুকুলে ৬লক্ষ ২০হাজার টাকা অনুদান বরাদ্দ করেছেন।
তার মধ্যে হিজলা উপজেলার ১০টি কওমী মাদ্রাসা ১লক্ষ ৫৫ হাজার টাকা অনুদান প্রাপ্ত হয়েছে। মাদ্রাসা গুলো হলো, মান্দ্রা বাজার ইসলামিয়া কওমী মাদ্রাসা ২০ হাজার টাকা, একতা আমজাদিয়া কেরাতুল কুরআন কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোন্ডিং ২০ হাজার টাকা,
আবদা হাফিজিয়া কেরাতুল কুরআন কওমী মাদ্রাসা ২০ হাজার টাকা, সৈয়দ ফজলুল করিম(রঃ) কেরাতুল কুরআন কওমী মাদ্রাসা ১৫ হাজার টাকা, রেজাউল করিম কেরাতুল কুরআন কওমী মাদ্রাসা ১৫ হাজার টাকা, ডিগ্রীরচর এমদাদুল উলুম কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ১৫ হাজার টাকা,
ফয়জুল উলুম রশিদিয়া মাদ্রাসা ১৫ হাজার টাকা, দক্ষিণ শ্রীপুর কেরাতুল কুরআন হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা ১৫ হাজার টাকা,
এছহাকিয়া কেরাতুল কুরআন কওমী মাদ্রাসা টেকেরহাট,মেমানিয়া ১০ হাজার টাকা, দক্ষিণ গুয়াবাড়িয়া মুন্সিবাড়ি কারিমিয়া কেরাতুল কুরআন হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা ১০ হাজার টাকা।
এ উপলক্ষে ৩১ মে রবিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে তার সভাকক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক মাদ্রাসার প্রধানদের হাতে অনুদানের চেক হস্থান্তর করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মোসাঃ নাজমা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সফিউল আলম,
গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরব্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার।
Leave a Reply